Sambad Samakal

R G Kar Hospital: আর জি করে অপসারিত সুপার! নতুন দায়িত্বে কে? কমবে ক্ষোভ?

Aug 11, 2024 @ 3:55 pm
R G Kar Hospital: আর জি করে অপসারিত সুপার! নতুন দায়িত্বে কে? কমবে ক্ষোভ?

আর জি হাসপাতালের চিকিৎসকের মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে অপসারিত করা হল আর জি কর হাসপাতালের সুপার ডাঃ সঞ্জয় বশিষ্ঠকে। আপাতত তাঁর বদলে দায়িত্ব সামলাবেন ডাঃ বুলবুল মুখোপাধ্যায়। যিনি ১১ সদস্যের তদন্ত কমিটির অন্যতম সদস্যও।

যদিও আন্দোলনকারীদের দাবি, অবিলম্বে হাসপাতালের প্রিন্সিপালকে সরাতে হবে। তবে তার বদলে আর জি করের সুপারকে সরিয়ে আন্দোলনকারীদের ক্ষোভ প্রশমনের চেষ্টা করল স্বাস্থ্য ভবন, এমনটাই মত ওয়াকিবহাল মহলের একাংশের।

Related Articles