ছত্তিশগড়ে আয়োজিত অনূর্ধ্ব ১৬ বি সি রায় ট্রফির ফাইনালে ওড়িশাকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল বাংলা! আর এই টিমে নির্বাচিত ছয়জন খেলোয়াড় ‘বাংলা ফুটবল অ্যাকাডেমি খড়দা’র। যার মধ্যে পাঁচ জন খেলোয়াড় প্রতি ম্যাচেই প্রথম একাদশে ছিলেন। আর এই অসাধারণ সাফল্যের জন্য বাংলা দলের সমস্ত খেলোয়াড়, কোচ ও বাংলা ফুটবল একাডেমির কোচ, কর্মকর্তাদের সকলকে অভিনন্দন জানালেন রাজ্যের ক্রিড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।
যে ৬ জন ফুটবলার বাংলা দলের জন্য ‘বাংলা ফুটবল অ্যাকাডেমি খড়দা’ থেকে নির্বাচিত হয়েছিলেন তারা হলেন, অর্ণব রায় (গোলকিপার), সমীর সরদার (রাইট ব্যাক), ঠাকুরদাসা হাঁসদা (স্টপার), দেবজিৎ দত্ত (মিডফিল্ডার), শুভদীপ সর্দার (স্ট্রাইকার), রুদ্রনীল সাহা (গোলকিপার)। এঁদের মধ্যে রুদ্রনীল সাহা ছাড়া বাকি সকলেই প্রতি ম্যাচে প্রথম একাদশে ছিলেন। স্ট্রাইকার শুভদীপ সরকার গোটা টুর্নামেন্টে মোট চারটি গোল করেন।