চিকিৎসক আন্দোলনের জেরে সোমবার সকাল থেকে সম্পূর্ণ বন্ধ আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের আউটডোর পরিষেবা। ফিরিয়ে দেওয়া হচ্ছে রোগীদের। মূল আউটডোরের গেটে ঝুলছে তালা।
আর জি করের আউটডোরে চিকিৎসক দেখাতে আসা একাধিক রোগীর দাবি, নিরাপত্তারক্ষীরা তাদের জানিয়ে দিয়েছেন, আজ কোনও চিকিৎসক আউটডোরে বসবেন না। ফলে দূরদূরান্ত থেকে চিকিৎসা করাতে এসেও ফিরে যেতে হচ্ছে রোগীদের। চরম ভোগান্তির শিকার হচ্ছেন রোগীর পরিজনরাও।