Sambad Samakal

Mamata: আর জি কর কাণ্ডে জড়িত ‘ভেতরের লোক’! মমতার কাছে কী অভিযোগ পরিবারের?

Aug 12, 2024 @ 3:05 pm
Mamata: আর জি কর কাণ্ডে জড়িত ‘ভেতরের লোক’! মমতার কাছে কী অভিযোগ পরিবারের?

আর জি করে সীমাহীন নৃশংসতায় জড়িত ‘ভেতরের লোক’! সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এমনই অভিযোগ করলেন নিহত মহিলা চিকিৎসকের পরিবারের সদস্যরা।

এদিন সোদপুরে নিহত চিকিৎসকের পরিবারের সঙ্গে কথা বলার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, “আমি এখনও বুঝতে পারছি না, ওখানে নার্সরা ছিলেন, ওদের নিজস্ব নিরাপত্তারক্ষীরা ছিল। তারপরেও এই ঘটনা কীভাবে ঘটল। ভেতরে লোক জড়িত বলে পরিবারের সদস্যরাও অভিযোগ করেছেন। পুলিশ সেই সময়ে যারা ছিল, সবাইকে ডেকে কথা বলবে। সবথেকে বেস্ট অফিসারকে একাজে লাগানো হয়েছে। রবিবারের মধ্যে কোনও কিনারা করতে পারলে, মানুষ ও পরিবারের কথা ভেবে আমরা সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেব।”

Related Articles