জরুরি সহ অন্যান্য সমস্ত পরিষেবা বন্ধ রেখেই চলবে আন্দোলন! সোমবার দুপুরে মোট ৬ দফা দাবিকে সামনে রেখে জানিয়ে দিল আর জি করে প্রতিবাদী পড়ুয়ারা। অধ্যক্ষের পদত্যাগের পরেও যে এখনই আন্দোলন থামছে না, তা জানিয়ে দেওয়া হল স্পষ্ট করে!
পড়ুয়াদের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষ শুধু পদত্যাগ করলে হবে না, তাদের ক্ষমা চাইতে হবে। আন্দোলনরত পড়ুয়াদের ওপর আক্রমণের জন্য কলকাতা পুলিশকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। নিহত পড়ুয়ার পরিবারের হাতে পর্যাপ্ত ক্ষতিপূরণ তুলে দিতে হবে। গোটা ঘটনার বিচারবিভাগীয় তদন্ত করতে হবে। যতক্ষণ না এই সমস্ত দাবি মানা হচ্ছে, ততক্ষণ হাসপাতালের পরিষেবা বন্ধ রেখেই আন্দোলন চলবে বলে জানিয়ে দিল আর জি করের পড়ুয়ারা।