Sambad Samakal

R G Kar Hospital: আন্দোলনের চাপে ইস্তফা আর জি করে অধ্যক্ষের! ক্ষোভ কমবে পড়ুয়াদের?

Aug 12, 2024 @ 11:02 am
R G Kar Hospital: আন্দোলনের চাপে ইস্তফা আর জি করে অধ্যক্ষের! ক্ষোভ কমবে পড়ুয়াদের?

পড়ুয়া আন্দোলনের চাপের মুখে পড়ে অবশেষে সোমবার সকালে ইস্তফা দিলেন আর জি কর হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ! জানা যাচ্ছে ইতিমধ্যেই নিজের ইস্তফাপত্র জমা দিয়েছেন তিনি।

যদিও সন্দীপ ঘোষের দাবি, তাঁর মুখে কথা বসিয়ে রাজনৈতিক খেলা চলছে। পড়ুয়া, মানুষ, সকলেই তাঁর পদত্যাগ চাইছিলেন। তাই কোনও চাপের কারণে নয়, স্বেচ্ছাতেই তিনি পদত্যাগ করছেন।

প্রসঙ্গত, আন্দোলনরত পড়ুয়াদের অন্যতম দাবি ছিল যে আর জি করে অধ্যক্ষকে ১২ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে। এখন দেখার সন্দীপ ঘোষের পদত্যাগের পরে কর্মবিরতির পথ থেকে ডাক্তারি পড়ুয়ারা সরে আসেন কি না।

Related Articles