শিবের মাথায় জল ঢেলে পূণ্য অর্জন করতে গিয়ে বেঘোরে প্রাণ গেল অন্তত ৭ জনের! জানা যাচ্ছে, রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বিহারের জাহানাবাদ এলাকার সিদ্ধেশ্বরনাথ মন্দিরে। শ্রাবণ মাসের চতুর্থ সোমবার উপলক্ষে মন্দির চত্বরে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার পূণ্যার্থী।
মধ্যরাতে ১২টা নাগাদ শিবের মাথায় জল ঢালার জন্য কার্যত হুড়োহুড়ি পড়ে যায়। পরিস্থিতি কার্যত হাতের বাইরে চলে যায়। মন্দির চত্বর থেকে অনেকেই দ্রুত বাইরে বেরোনোর চেষ্টা করেন। আর সেই সময়েই ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৭ জনের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও কয়েক জন। কীভাবে এত বড় দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।