আর জি কর কাণ্ডে তোলপাড় গোটা দেশ। আর এরমধ্যেই মঙ্গলবার সরাসরি কলকাতা হাইকোর্টের দারস্থ হল নিহত চিকিৎসকের পরিবার। তাঁদের দাবি, সঠিক পথে তদন্ত এগোচ্ছে না। পুলিশি তদন্তে উঠে আসা একাধিক তথ্য-প্রমাণে অসঙ্গতি রয়েছে।
তাই কলকাতা হাইকোর্টের কাছে আবেদন জানানো হয়েছে, যাতে আদালতের নজরদারিতে গোটা তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হয়। জানা যাচ্ছে, ইতিমধ্যেই আদালতের তরফে মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে। চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, সোমবারই নিহত চিকিৎসকের বাড়িতে গিয়ে রাজয়ের মুখ্যমন্ত্রী পুলিশকে রবিবার পর্যন্ত ডেডলাইন বেঁধে দিয়েছিলেন। তারমধ্যে কূল-কিনারা না হলে, তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।