আর জি কর মেডিক্যাল কলেজ থেকে ইস্তফা দেওয়ার পরে ন্যাশানাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ করা হয়েছে চিকিৎসক সন্দীপ ঘোষকে। আর এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথম থেকেই সরব হয়েছিলেন ন্যাশানাল মেডিক্যালের পড়ুয়ারা। মঙ্গলবার সকালে দেখা গেল, অধ্যক্ষের ঘরের মূল প্রবেশপথে অবস্থান বিক্ষোভে বসেছেন ডাক্তারি পড়ুয়ারা।
রীতিমতো ত্রিপল পেতে মাটিতে বসে পড়ে চলছে বিক্ষোভ। পড়ুয়াদের দাবি, যে সন্দীপ ঘোষ আর জি করের প্রিন্সিপাল হিসেবে ব্যর্থ, তাঁকে কোনও ভাবেই ন্যাশানাল মেডিক্যালের দায়িত্বে আনা যাবে না। জোর করে অধ্যক্ষের পদে বসতে গেলে বাধা দেবেন তারা। ফলে আর জি করের পাশাপাশি পড়ুয়াদের বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে পার্ক সার্কাসের ন্যাশানাল মেডিক্যাল কলেজ হাসপাতালেও।