আর জি করের পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ন্যাশানাল মেডিক্যালের দায়িত্বে এনেছে স্বাস্থ্য ভবন। আর এই সিদ্ধান্তের বিরুদ্ধে গত রাত থেকেই লাগাতার প্রতিবাদে নেমেছে ন্যাশানালের পড়ুয়ারা। মঙ্গলবার সকালে আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে হাসপাতালে কথা বললেন তৃণমূল বিধায়ক তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান স্বর্ণকমল সাহা। সঙ্গে ছিলেন মন্ত্রী জাভেদ খান।
যদিও প্রথমে পড়ুয়াদের ‘গো-ব্যাক’ স্লোগান শুনতে হয় তাঁদের। এরপরে সামনাসামনি আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে কথা বলেন স্বর্ণকমল-জাভেদ। পড়ুয়াদের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, আর জি করে ব্যর্থ অধ্যক্ষ সন্দীপ ঘোষকে তারা ন্যাশানালে প্রবেশ করতে দেবেন না। পড়ুয়াদের দাবি, নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি, রোগী পরিষেবা যাতে আন্দোলনের জেরে কোনও ভাবেই ব্যাহত না হয়, সেই দিকটিও সুনিশ্চিত করার অনুরোধ করা হয়।