Sambad Samakal

RG Kar Case: আরও বিপাকে আর জি করের পদত্যাগী প্রিন্সিপাল সন্দীপ ঘোষ! কী অবস্থান হাইকোর্টের?

Aug 13, 2024 @ 1:02 pm
RG Kar Case: আরও বিপাকে আর জি করের পদত্যাগী প্রিন্সিপাল সন্দীপ ঘোষ! কী অবস্থান হাইকোর্টের?

আরও বিপাকে আর জি করের পদত্যাগী প্রিন্সিপাল সন্দীপ ঘোষ! মঙ্গলবার তাঁর বিরুদ্ধে কড়া পর্যবেক্ষণ শোনালেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। আর জি কর কাণ্ডে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানিতে এদিন প্রধান বিচারপতি নিজের পর্যবেক্ষণে রাজ্যকে জানান, “সন্দীপ ঘোষকে স্বেচ্ছায় লম্বা ছুটিতে যেতে বলুন। আজ দুপুর ৩টে পর্যন্ত সময় বেঁধে দিলাম। না হলে আদালতকেই কড়া নির্দেশ দিতে হবে।”

পাশাপাশি আর জি করে প্রিন্সিপালের পদ ত্যাগ করার পরে ন্যাশানাল মেডিক্যাল কলেজে নিযুক্ত হওয়া নিয়েও বিস্ময় প্রকাশ করে প্রধান বিচারপতি বলেন, ১২ ঘণ্টার মধ্যে পুরস্কৃত করা হল!

অন্যদিকে, আর জি কর কাণ্ডে পুলিশের কেস ডায়েরি এদিন দুপুরের মধ্যে তলব করেছে হাইকোর্ট। আগামীকাল সকালে ফের এই মামলার শুনানি হবে।

Related Articles