আর জি কর কাণ্ডে কলকাতা পুলিশের তদন্তে অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট! মঙ্গলবার এই মামলার ভার কেন্দ্রীয় এজেন্সি সিবিআইয়ের হাতে তুলে দিলেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চ।
কলকাতা হাইকোর্টের নির্দেশ, আদালতের নজরদারিতে তদন্ত করবে সিবিআই। কলকাতা পুলিশের জমা দেওয়া কেস ডায়েরিতে সন্তুষ্ট হতে পারেনি আদালত। প্রসঙ্গত, কলকাতা পুলিশকে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করার জন্য রবিবার পর্যন্ত সময় দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর তার আগেই মঙ্গলবার সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।