কলকাতা হাইকোর্টের হুঁশিয়ারির পরেই ছুটির আবেদন করলেন আর জি করের পদত্যাগী প্রিন্সিপাল সন্দীপ ঘোষ! জানা যাচ্ছে, ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনে ১৫ দিনের জন্য ছুটির আবেদন জমা দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এদিন হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, সন্দীপ ঘোষকে স্বেচ্ছায় লম্বা ছুটিতে যেতে হবে। নাহলে আদালত প্রয়োজনীয় নির্দেশ দেবে। ফলে আপাতত ন্যাশানাল মেডিক্যালের প্রিন্সিপাল হিসেবে সন্দীপ ঘোষের যোগদানের সম্ভাবনা নেই বললেই চলে।