ভারতের ন্যাশানাল ইন্সটিটিউট অফ র্যাঙ্কিং ফ্রেমিং সংস্থা ২০২৪ সালের সেরা কলেজ, বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে। আর সেই তালিকায় এগিয়ে বাংলা! যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয় ছাড়াও দেশের সেরা কলেজগুলোর তালিকায় স্থান করে নিয়েছে কলকাতার ২ শিক্ষা প্রতিষ্ঠান।
দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর প্রথম দশের তালিকার মধ্যে নবম স্থানে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এছাড়াও, সেরা প্রাদেশিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রথম দশের মধ্যে রয়েছে যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়।
অন্যদিকে, দেশের সেরা দশ কলেজের মধ্যে রয়েছে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ ও রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টিনারি কলেজ।