বিধাননগর পুরনিগমে চাকরির সুযোগ! প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, স্যানিটারি ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে কর্মী। মোট শূন্যপদ রয়েছে চারটি। তবে এই পদে শুধুমাত্র রিটায়ার্ড ব্যক্তিরাই আবেদন করতে পারবেন। যেকোনও রাজ্য সরকারি, আধা সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থায় কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ৬৪ বছরের মধ্যে। পাশাপাশি স্যানিটারি ইন্টার্নশিপ ডিপ্লোমা সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
জানানো হয়েছে, আগামী ২১ আগস্ট ওয়াক-ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১১টার মধ্যে প্রয়োজনীয় নথি নিয়ে উপস্থিত হতে হবে। পুরনিগমের ওয়েবসাইট থেকে আরও বিস্তারিত তথ্য জানা যাবে।