আর জি কর কাণ্ডের প্রতিবাদে কর্মবিরতির পালন করছেন রাজ্যের অধিকাংশ সরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। পাশাপাশি, বুধবার আউটডোর পরিষেবায় কর্মবিরতি পালন করছেন চিকিৎসকদের যুক্ত মঞ্চ। ফলে শহর কলকাতা থেকে শুরু করে জেলায় জেলায় কার্যত সরকারি হাসপাতালগুলোতে বন্ধ আউটডোর পরিষেবা।
কোথাও কোথাও হাতে গোনা কয়েকটি বিভাগের আউটডোর চালু থাকলেও ঠিকমতো পরিষেবা মিলছে না বলে অভিযোগ রোগীদের। ফলে সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে এসে কার্যত নাকাল হতে হচ্ছে আম জনতাকে।