কলকাতা হাইকোর্টের নির্দেশে আর জি কর কাণ্ডের তদন্তভার হাতে নিয়েই দিল্লি থেকে কলকাতায় উড়িয়ে নিয়ে আসা হল সিবিআইয়ের বিশেষ দলকে। বুধবার সকালেই সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে ফরেনসিক বিশেষজ্ঞ, সাইবার বিশেষজ্ঞ সহ সিবিআইয়ের বিশেষ দলটি বেরিয়ে পড়েছে।
জানা যাচ্ছে, এদিন ধৃত মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে হেফাজতে নিতে পারে সিবিআইয়ের তদন্তকারীরা। এছাড়াও নিহত চিকিৎসকের মোবাইলের কল হিস্ট্রি ও টাওয়ার লোকেশন ধরে এই ঘটনায় আর কেউ যুক্ত কিনা, সেই বিষয়টি নিশ্চিত করার চেষ্টা হবে। তদন্তের জন্য এদিন আর জি কর মেডিক্যালেও যেতে পারেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা।