ফরেনসিক বিশেষজ্ঞদের নিয়ে আর জি কর মেডিক্যাল কলেজে পৌঁছল সিবিআইয়ের বিশেষ দল। বুধবার দুপুরে, দিল্লির ফরেনসিক ল্যাবের বিশেষজ্ঞদের নিয়ে ঘটনাস্থল এমার্জেন্সি বিল্ডিংয়ের সেমিনার হলে উপস্থিত হয়েছেন তদন্তকারীরা।
জানা যাচ্ছে, ঘটনাস্থল থেকে এদিন নমুনা সংগ্রহের কাজ চালাবেন সিবিআইয়ের তদন্তকারীরা। পাশাপাশি কলেজ কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেন তাঁরা। ঘটনার দিন যে সমস্ত চিকিৎসক, নার্স বা স্বাস্থ্যকর্মীরা ডিউটিতে ছিলেন, তাদের সঙ্গেও কথা বলবে সিবিআইয়ের টিম।