আর জি কর কাণ্ডে উত্তাল রাজ্য বিধানসভা! বুধবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভে সামিল হন বিজেপি বিধায়করা। নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, আর জি কর কাণ্ডের দায় নিয়ে পদত্যাগ করতে হবে মুখ্যমন্ত্রীকে। মমতার নির্দেশেই প্রকৃত দোষীদের আড়াল করতে কাজ করেছে কলকাতা পুলিশ। শুভেন্দুর দাবি, সিবিআই তদন্ত করে প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার কাজ করবে।