আর জি কর কাণ্ডের প্রতিবাদে ডাক্তারি পড়ুয়াদের কর্মবিরতির জেরে কাড়যত বেহাল রাজ্যের সরকারি স্বাস্থ্য পরিষেবা। অভিযোগ শহর কলকাতা সহ জেলায় জেলায় সরকারি হাসপাতালে কোনও পরিষেবা মিলছে না। এই পরিস্থিতিতে বুধবার সকালে আর জি কর হাসপাতালে উপস্থিত হয়ে বিক্ষোভরত পড়ুয়াদের সঙ্গে কথা বললেন রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েক।
তিনি বলেন, “পড়ুয়াদের বহু দাবিই মেনে নেওয়া হচ্ছে। তাই অনুরোধ করছি তারা স্বাভাবিক কাজে ফিরুক। আন্দোলনকারীদের দাবি উচ্চতর কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে।” এদিন আর জি কর হাসপাতালের পরিষেবার হাল-হকিকত ঘুরে দেখার পাশাপাশি পরিষেবা নিয়ে স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা কথা বলেন নয়া অধ্যক্ষের সঙ্গেও।