Sambad Samakal

Mamata: আর জি করে অশান্তির নেপথ্যে কে? কী অভিযোগ মমতার?

Aug 15, 2024 @ 6:06 pm
Mamata: আর জি করে অশান্তির নেপথ্যে কে? কী অভিযোগ মমতার?

আর জি করে মধ্য রাতে অশান্তির নেপথ্যে কে? বৃহস্পতিবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রাজভবনে চা-চক্রে যোগ দেওয়ার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা জানান, “এটা কোনও ছাত্র-ছাত্রীদের কাজ নয়। ওদের ওপর আমার কোনও রাগ নেই। আমাদের সমর্থন আছে। রাজনৈতিক দলগুলো ঢুকে অশান্তি পাকাচ্ছে। আমাদের ডিসি মারাত্মক জখম হয়েছ। মাথা ফেটেছে, দীর্ঘক্ষণ জ্ঞান ছিল না। প্রচুর রক্ত বেরিয়েছে।”

এছাড়াও মুখ্যমন্ত্রী বলেন, “আপনারা ভালো করে ভিডিওগুলো দেখুন। এখন’তো এআই দিয়ে নানারকম মুখ বসিয়ে ভিডিও বানানো যায়। সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভুয়ো ভিডিও ঘুরছে। কেউ ভালো করে না দেখে বিশ্বাস করবেন না।”

Related Articles