Sambad Samakal

Mamata: রাম-বাম ‘জোট’কে কাঠগড়ায় তুলে আর জি কর কাণ্ডে কী দাবি মমতার?

Aug 16, 2024 @ 5:30 pm
Mamata: রাম-বাম ‘জোট’কে কাঠগড়ায় তুলে আর জি কর কাণ্ডে কী দাবি মমতার?

আর জি কর কাণ্ডে রাম-বাম ‘জোট’কে কাঠগড়ায় তুলে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মৌলালি থেকে ধর্মতলা পর্যন্ত মহিলাদের নিয়ে মিছিল করেন তিনি।

এরপরে ধর্মতলার সভা থেকে মমতা বলেন, “আর জির কর হাসপাতালে যে তাণ্ডব হয়েছে, তার পেছনে রয়েছে রাম-বাম জোট। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি। আমাদের কাছে ভিডিও ফুটেজ রয়েছে। সিপিএম ডিওয়াইএফআই-এর পতাকা ও বিজেপি জাতীয় পতাকা নিয়ে হামলা করেছে। আমরা দাবি করছি, রবিবারের মধ্যে সিবিআইকে তদন্ত শেষ করতে হবে৷ দেষীদের ফাঁ*সির শাস্তি দিতে হবে। আমাকে চমকাতে আসবেন না। দোষীদের বিরুদ্ধে কথা বললে আমার কোনও অসুবিধা নেই, কিন্তু ওদের টার্গেট আমি। আমাকে বদনাম করতে চায়।”

Related Articles