Sambad Samakal

RG Kar Case: আর জি কর কাণ্ডের প্রতিবাদে এসইউসি’র ধর্মঘট, কতটা প্রভাব জনজীবনে?

Aug 16, 2024 @ 10:19 am
RG Kar Case: আর জি কর কাণ্ডের প্রতিবাদে এসইউসি’র ধর্মঘট, কতটা প্রভাব জনজীবনে?

আর জি কর কাণ্ডের প্রতিবাদে শুক্রবার ১২ ঘণ্টার বাংলা বনধ ডেকেছে এসইউসি। সকাল থেকেই বেশ কয়েকটি জেলায় বনধের কিছুটা প্রভাব পড়েছে। যেমন উত্তরবঙ্গের ডুয়ার্স, বীরভূমের সিউড়িতে বন্ধ রয়েছে বেসরকারি বাস পরিষেবা। যদিও চালানো হচ্ছে সরকারি বাস।

দক্ষিণবঙ্গে শহর কলকাতা সহ আশেপাশের জেলায় বনধের সেরকম কোনও প্রভাব চোখে পড়ছে না। ক্যানিং, ডায়মন্ড হারবার, কুলতলি সহ বিভিন্ন স্থানে বনধের সমর্থনে মিছিল করেছেন এসইউসি কর্মীরা। যদিও জনজীবন মোটের ওপর স্বাভাবিক রয়েছে। সরকারি ও বেসরকারি অফিস-আদালতেও কর্মীদের যথেষ্ট হাজিরা রয়েছে।

Related Articles