Sambad Samakal

RG Kar: আর জি কর কাণ্ডে জড়িত ‘সহপাঠীরা’! সিবিআইয়ের কাছে কী অভিযোগ নিহতের পরিবারের?

Aug 17, 2024 @ 2:04 pm
RG Kar: আর জি কর কাণ্ডে জড়িত ‘সহপাঠীরা’! সিবিআইয়ের কাছে কী অভিযোগ নিহতের পরিবারের?

আর জি কর কাণ্ডে জড়িত নিহতদের ‘সহপাঠীরা’ই! কেন্দ্রীয় এজেন্সি সিবিআইয়ের কাছে এমনই অভিযোগ জানালেন নিহতের পরিবারের সদস্যরা, খবর সূত্রের।

আর জি কর কাণ্ডের তদন্তভার এখনই সিবিআইয়ের হাতে। সংবাদ সংস্থা সূত্রে খবর, তদন্তকারীদের কাছে কয়েক জন সন্দেহভাজন ‘সহপাঠী’র নাম জানিয়েছেন, নিহতের বাবা-মা। এছাড়াও হাসপাতালের অভ্যন্তরে থাকা কয়েক জন ব্যক্তির প্রতিও সন্দেহ প্রকাশ করেছেন নিহতদের বাবা-মা। সিবিআইয়ের তদন্তকারীদের তরফে ওই সমস্ত সন্দেহভাজন ব্যক্তি ও সহপাঠীদের ডেকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে বলে খবর।

Related Articles