Sambad Samakal

RG Kar: আর জি কর ভাঙচুরে মদত! মীনাক্ষী সহ কাদের তলব লালবাজারে?

Aug 17, 2024 @ 2:52 pm
RG Kar: আর জি কর ভাঙচুরে মদত! মীনাক্ষী সহ কাদের তলব লালবাজারে?

১৪ আগস্ট মধ্যরাতে আর জি কর হাসপাতালে ভাঙচুর কাণ্ডে মদত দেওয়ার অভিযোগ! বাম যুব সংগঠন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি সহ ৭ জনকে তলব করল লালবাজার।

জানা যাচ্ছে, কলকাতা পুলিশের তরফে মীনাক্ষী সহ মোট ৭ জন এসএফআই ও ডিওয়াইএফআই নেতৃত্বকে লালবাজারে ডেকে পাঠানো হয়েছে। আর জি ভাঙচুরের ঘটনার সময়ে তাঁদের ঠিক কী ভূমিকা ছিল, তাই খতিয়ে দেখতে চাইছেন লালবাজারের তদন্তকারীরা। যদিও কলকাতা পুলিশের এই পদক্ষেপকে রাজনৈতিক প্রতিহিংসা বলেই অভিযোগ তুলেছেন বাম নেতৃত্ব।

Related Articles