আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভাঙচুরের ঘটনায় শনিবার সকাল পর্যন্ত ধৃতের সংখ্যা বেড়ে হল ৩০ জন। শুক্রবার পর্যন্ত ২৪ জনকে গ্রেফতার করার কথা জানিয়েছিল কলকাতা পুলিশ। এরপর শনিবার সকালে নতুন করে আরও ৬ জনের গ্রেফতারির কথা জানায় পুলিশ।
তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের প্রতিবাদে গত ১৪ আগস্ট “মেয়েদের রাত দখল” কর্মসূচিতে অভিনব প্রতিবাদ বিক্ষোভে সামিল হন মহিলারা। কিন্তু সেই কর্মসূচির মাঝেই দুষ্কৃতী তাণ্ডব চলে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। অভিযোগ, ওই রাতেই আরজি করে ঢুকে তাণ্ডব চালায় বহিরাগতরা। ভেঙে তছনছ করা হয় হাসপাতাল। জখম হন আন্দোলনরত চিকিৎসক ও পুলিশকর্মীরা। জরুরি বিভাগ, ওষুধের স্টোররুম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আক্রান্ত হয় পুলিশও।
