আর জি কর কাণ্ডের প্রতিবাদে আজ অর্থাৎ শনিবার সকাল থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। জানা যাচ্ছে, সারাদেশ জুড়ে বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানে এই কর্মবিরতিতে সামিল হয়েছেন চিকিৎসকরা। বন্ধ রয়েছে ওপিডি।
পাশাপাশি বেশ কিছু অস্ত্রোপচারও বন্ধ রয়েছে। কাজ বন্ধ রেখে প্রতিবাদে সামিল হয়েছেন দিল্লি, কানপুর, উত্তরপ্রদেশ, পাটনা সহ বিভিন্ন শহরের চিকিৎসকরা। যদিও জরুরি চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা করছেন চিকিৎসকরা। আগামীকাল পর্যন্ত চলবে এই কর্মবিরতি।