শুক্রবার গভীর রাতের পরে ফের শনিবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের দফতরে উপস্থিত হলেন আর জি কর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ। দ্বিতীয় দফার জেরার জন্য আজ তাঁকে তদন্তকারীদের তরফে ডেকে পাঠানো হয়েছিল।
এদিন সকালে ১০টার কিছু পরে পেছনের গেট দিয়ে সিজিও’তে প্রবেশ করেন সন্দীপ ঘোষ। সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তরে তিনি জানান, “আমাকে গ্রেফতার করা হয়নি। সিবিআই তদন্তের স্বার্থে ডেকেছে। সবরকমের সহযোগিতা করছি।” সিবিআই সূত্রে খবর, সন্দীপ ঘোষকে জেরা করে আর জি কর মেডিক্যাল কলেজের নিহত চিকিৎসক সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করার চেষ্টা চলছে। প্রিন্সিপাল হয়ে তিনি ঠিক কী কী পদক্ষেপ করেছিলেন? কোনও তথ্য-প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছিল কি না? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা।