Sambad Samakal

Sabarmati Express: লাইনচ্যুত সবরমতী এক্সপ্রেসের ২২ কামরা! কীভাবে?

Aug 17, 2024 @ 10:03 am
Sabarmati Express: লাইনচ্যুত সবরমতী এক্সপ্রেসের ২২ কামরা! কীভাবে?

ফের বেলাইন রেলের কামরা! শুক্রবার গভীর রাতে উত্তরপ্রদেশের কানপুর স্টেশনের কাছে এই ঘটনা ঘটেছে। জানা যাচ্ছে, ট্রেনটির মোট ২২টি কামরা লাইনচ্যুত হয়েছে। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

রেল সূত্রে খবর, রেল ট্র্যাকের ওপরে একটি বড় পাথর রাখা ছিল। আর সেই পাথরে ধাক্কা খেয়েই বেলাইন হয় ট্রেনের কামরা। কে বা কারা, কী উদ্দেশে রেল ট্র্যাকে পাথর রাখল তা খতিয়ে দেখা হচ্ছে। নাশকতার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এই ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে।

Related Articles