আর জি কর কাণ্ডের জল এবার গড়াল সুপ্রিমকোর্টে! জানা যাচ্ছে, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে চিঠি লিখে আর জি কর কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা রুজুর আবেদন জানিয়েছেন জনৈক আইনজীবী উজ্জ্বল গৌড়।
তাঁর দাবি, নৃশংস ঘটনা ঘটেছে আর জি কর হাসপাতালে। এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হস্তক্ষেপ করুক দেশের সর্বোচ্চ আদালত। এখন দেখার এই আবেদনের ভিত্তিতে আদৌ সুপ্রিমকোর্ট কোনও পদক্ষেপ করে কি না। প্রসঙ্গত, ইতিমধ্যেই আর জি করের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।