Sambad Samakal

Women Safety: নারী নিরাপত্তায় ‘রাত্তিরের সাথী’! কী কী পদক্ষেপ নবান্নের?

Aug 17, 2024 @ 8:40 pm
Women Safety: নারী নিরাপত্তায় ‘রাত্তিরের সাথী’! কী কী পদক্ষেপ নবান্নের?

আর জি কর হাসপাতালের ঘটনার পরে নারী নিরাপত্তায় ফের বড়সড় প্রশ্ন উঠে গিয়েছিল। এই পরিস্থিতিতে নারী নিরাপত্তায় ফের কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। শনিবার নবান্নের তরফে একগুচ্ছ পদক্ষেপের কথা ঘোষণা করা হয়েছে।

জানানো হয়েছে, ‘রাত্তিরের সাথী’ নামে রাতের শহরে মহিলা স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে। বেসরকারি সংস্থা থেকে নিয়োজিত মহিলা কর্মীরা পুলিশকে সাহায্য করবেন। এছাড়াও চালু করা হবে একটি পৃথক মোবাইল অ্যাপ্লিকেশন। যার মাধ্যমে মহিলারা যে কোনও বিপদের আঁচ পেলে সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

পাশাপাশি, মহিলাদের জন্য সিসিটিভি নজরদারি বাড়ানো হবে। চিহ্নিত করা হবে সেফ জোন। মহিলা কর্মীদের রাতে জোড়ায় জোড়ায় ডিউটি দেওয়া হবে। যাতে একে অন্যের অবস্থান সম্পর্কে ওয়াকিবহাল থাকতে পারেন। কর্মক্ষেত্রে মহিলাদের জন্য পৃথক শৌচাগার, রেস্ট রুমের ব্যবস্থা করা হবে। হাসপাতালগুলোতে পুলিশের নজরদারি বাড়ানো হবে।

Related Articles