আর জি করের বিচারের দাবিতে এককাট্টা ইস্টবেঙ্গল-মোহনবাগান-মহামেডান! কার্যত ধুন্ধুমার পরিস্থিতি যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে! এদিন বিকেলে ডার্বি বাতিলের প্রতিবাদে ও আর জি কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে যুবভারতীর সামনে জমায়েত শুরু করেন কলকাতা ময়দানের তিন প্রধান দলের সমর্থকরা।
যুবভারতীর আশেপাশে, ইএম বাইপাসের ওপরে কাদাপাড়া সহ একাধিক এলাকায় ফুটবলপ্রেমীদের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়ায় পুলিশ। লাঠিচার্জ করে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা চালানো হয়। যদিও এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি পুলিশ। ই এম বাইপাসের ওপরে আপাতত সম্পূর্ণ বন্ধ রয়েছে যান চলাচল।