শুক্র, শনির পরে রবিবার। একটানা তিন দিন ধরে লাাগাতার সিবিআইয়ের মুখোমুখি আর জি কর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ। এদিন সকাল ১১টার মধ্যেই সল্টলেকে সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান তিনি। সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে একাধিক বার মেজাজও হারান।
সিবিআই সূত্রে খবর, আর জি করের প্রাক্তন প্রিন্সিপালের কাছ থেকে ঘটনার দিনের সম্পূর্ণ বিবরণ জানতে চাইছেন তদন্তকারীরা। চিকিৎসকের দেহ দেখার পরে ঠিক কী ভূমিকা ছিল হাসপাতাল কর্তৃপক্ষের, তাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, পুরনো অন্য কোনও ঘটনার রেশ এরমধ্যে রয়েছল কি না, সেই বিষয়েও নিশ্চিত হতে চাইছে সিবিআই। ফলে লাগাতার জেরা করা হচ্ছে সন্দীপ ঘোষকে।