Sambad Samakal

Raksha Bandhan: নেতাজি ইন্ডোরে রাখী বন্ধনে চাঁদের হাট! উপস্থিত অরূপ-জুন-ইন্দ্রনীল-শতাব্দী

Aug 19, 2024 @ 6:15 pm
Raksha Bandhan: নেতাজি ইন্ডোরে রাখী বন্ধনে চাঁদের হাট! উপস্থিত অরূপ-জুন-ইন্দ্রনীল-শতাব্দী

সোমবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে উদযাপিত হল ‘রাখি বন্ধন উৎসব’। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিমবঙ্গের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস।

উপস্থিত ছিলেন তৃণমূলের তারকা সংসদ শতাব্দী রায়, জুন মালিয়া, মন্ত্রী ইন্দ্রনীল সেন, অর্জূন পুরস্কার প্রাপ্ত তীরন্দাজ দোলা বন্দোপাধ্যায়, অলিম্পিয়ান অ‍্যাথলিট সরস্বতী সাহা, প্রাক্তন জাতীয় ভলিবল খেলোয়াড় তথা কোচ মহামায়া চৌধুরী, মন্ত্রী মনোজ তিওয়ারি সহ ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রসঙ্গত, এদিন যে রাখি সকলের হাতে পরিয়ে দেওয়া হয় তার ডিজাইন করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Related Articles