জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল ভূস্বর্গ কাশ্মীর। মঙ্গলবার সকালে কাশ্মীরের বারামুল্লা-সহ আশপাশের জেলাগুলোতে প্রথম কম্পন অনুভূত হয়। মাত্র সাত মিনিটের ব্যবধানে দ্বিতীয়বার কেঁপে ওঠে এলাকা। কোনও বড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি। বারামুল্লা, পুঞ্চ ও শ্রীনগরের কিছু কিছু জায়গায় বাড়ির কাঁচ ভেঙে গিয়েছে। কম্পন অনুভূত হয় লাগোয়া পাকিস্তানেও।
সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, সকাল ৬টা ৪৫মিনিট নাগাদ প্রথম কম্পনটি অনুভূত হয় কাশ্মীরে। রিখটার স্কেলে প্রথম কম্পনের মাত্রা ছিল ৪.৯। এর পর ৬টা ৫২মিনিটে দ্বিতীয় কম্পন অনুভূত হয়। কম্পনের মাত্রা ৪.৮। প্রথম কম্পনের উৎস ছিল মাটি থেকে ৫ কিলোমিটার গভীরে আর দ্বিতীয়টি ছিল ১০ কিলোমিটার গভীরে।
সকাল সকাল জোড়া ভূমিকম্পের কারণে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন ভূস্বর্গের বাসিন্দারা। ভয়ে অনেকেই বাড়ি থেকে বেরিয়ে আসেন। ফাঁকা জায়গায় আশ্রয় নেন সকলে।