ডুরান্ড কাপের বাকি ম্যাচ হবে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনেই! জানা যাচ্ছে, বুধবার প্রয়োজনীয় ছাড়পত্র দিল কলকাতা পুলিশ। ডুরান্ড কাপের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যুবভারতীতেই। তবে আর জি কর কাণ্ডের প্রেক্ষিতে সেই ম্যাচ যুবভারতী থেকে সরিয়ে নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত পর্যাপ্ত নিরাপত্তার সঙ্গে যুবভারতীতেই হতে চলেছে ম্যাচ।
প্রসঙ্গত, এরআগে যুবভারতীতে অনুষ্ঠিত হতে চলা ইস্টবেঙ্গল ও মোহনবাগান ম্যাচ বাতিল করে দেওয়া হয়েছিল। যার জেরে কার্যত বিক্ষোভে ফেটে পড়েছিলেন ফুটবলপ্রেমীরা। কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছিল কলকাতা পুলিশকে। এবার কার্যত সেই ঘটনার কোনও পুনরাবৃত্তি আর চাইছেন না পুলিশ কর্তারা।