Sambad Samakal

Kolkata HC: সাময়িক স্বস্তি! সন্দীপ ঘোষের নিরাপত্তা সুনিশ্চিত করতে কী নির্দেশ হাইকোর্টের?

Aug 21, 2024 @ 3:43 pm
Kolkata HC: সাময়িক স্বস্তি! সন্দীপ ঘোষের নিরাপত্তা সুনিশ্চিত করতে কী নির্দেশ হাইকোর্টের?

বুধবার কলকাতা হাইকোর্টে সাময়িক স্বস্তি পেলেন আর জি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ! তাঁর ও পরিবারের বাকি সদস্যদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য।

প্রসঙ্গত, একটানা ৬ দিন ধরে সিবিআই জেরার মুখোমুখি সন্দীপ। কলকাতা পুলিশের তরফেও তাঁকে তলব করা হয়েছে। এই পরিস্থিতিতে নিজের ও পরিবারের নিরাপত্তার দাবিতে হাইকোর্টের দারস্থ হয়েছিলেন তিনি। প্রাথমিকভাবে আবেদন গ্রাহ্য না করলেও এদিন হাইকোর্ট পুলিশকে নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিল। রাজ্যের তরফে আদালতে জানানো হয়, সন্দীপ ঘোষের বাড়ির সামনে ইতিমধ্যেই পিকেট বসানো হয়েছে। দিনে বেশ কয়েকবার টহল দিচ্ছেন স্থানীয় থানার অফিসাররাও।

Related Articles