Sambad Samakal

Protest: আর জি কর কাণ্ডের প্রতিবাদে পথে আম জনতা! ছোট্ট মেয়েকে নিয়ে সামিল চিকিৎসকও

Aug 21, 2024 @ 3:36 pm
Protest: আর জি কর কাণ্ডের প্রতিবাদে পথে আম জনতা! ছোট্ট মেয়েকে নিয়ে সামিল চিকিৎসকও

আর জি কর কাণ্ডের বিচার চেয়ে উত্তাল বাংলা। পথে নেমেছেন শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, গায়ক, অভিনেতা সহ আপামর সাধারণ মানুষ। আর এই আন্দোলনে এবার নিজের ছোট্ট মেয়েকে নিয়ে সামিল হলেন কলকাতার নামী বেসরকারি হাসপাতালের চিকিৎসক, ফার্মাকলজিস্ট অর্পণ দত্ত রায়।

হাওড়ার মন্দিরতলা এলাকায় নিজের ২১ মাসের ছোট্ট মেয়েকে নিয়ে আর জি করের নিহত চিকিৎসকের মৃত্যুর বিচারের দাবি জানালেন তিনি। শুধু অর্পণ একাই নন, তাঁর সঙ্গেই প্রতিবাদে সামিল হয়েছিলেন মন্দিরতলা এলাকার আম নাগরিকরাও।

কেন নিজের ছোট্ট মেয়েকে নিয়ে এই প্রতিবাদ? ডা. অর্পণ দত্ত রায় জানালেন, “আজ আমি এক জন মেয়ের বাবা হিসেবে পথে নেমেছি। আমার মত আরও অসংখ্য মানুষও প্রতিবাদ করছেন। সে-অর্থে আমার ২১ মাসের মেয়েরও প্রতিবাদে হাতেখড়ি হল। আমরা চাই আর জি কর হাসপাতালে আমাদের যে বোন নিহত হয়েছে, তার বিচার। যারা যারা দোষী, তাদের অবিলম্বে শাস্তি চাই। কোনও ভাবেই যেন প্রকৃত দোষীদের সরকারের তরফে আড়াল করা না হয়।”

Related Articles