আর জি কর হাসপাতালের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী! সুপ্রিম নির্দেশের পরেই বুধবার সকালে আর জি করে উপস্থিত হন সিআইএসএফের ডিআইজি সহ অন্যান্য কর্তারা। কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলেন তাঁরা। পাশাপাশি হাসপাতালের অধ্যক্ষ সহ কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা করেন সিআইএসএফ আধিকারিকরা।
মনে করা হচ্ছে, এদিন থেকেই সম্ভবত হাসপাতালের দায়িত্ব নিতে চলেছে কেন্দ্রীয় বাহিনী৷ কলকাতা পুলিশের কর্মীদের সঙ্গেই নিরাপত্তার দায়িত্বে থাকবে সিআইএসএফ বাহিনী।