Sambad Samakal

RG Kar: ‘সুপ্রিম’ পরামর্শে উঠবে কর্মবিরতি? স্বাস্থ্যভবন অভিযানের আগে কী দাবি আর জি করের পড়ুয়াদের?

Aug 21, 2024 @ 11:36 am
RG Kar: ‘সুপ্রিম’ পরামর্শে উঠবে কর্মবিরতি? স্বাস্থ্যভবন অভিযানের আগে কী দাবি আর জি করের পড়ুয়াদের?

মঙ্গলবারই আর জি কর হাসপাতালের আন্দোলনরত পড়ুয়াদের কাছে কর্মবিরতি তুলে নেওয়ার আবেদন জানিয়েছিল দেশের সুপ্রিমকোর্ট। তবে সেই আবেদনে এখনই সাড়া দিচ্ছে না আর জি করের পড়ুয়ারা! বুধবার সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিলের ডাক দিয়েছেন প্রতিবাদী পড়ুয়ারা।

তাদের দাবি, সুপ্রিমকোর্টের তরফে যে পর্যবেক্ষণ জানানো হয়েছে তাকে স্বাগত জানিয়েও এই মুহূর্তে সরাসরি কর্মবিরতি থেকে সরে আসা সম্ভব নয়। কারণ যতক্ষণ না প্রকৃত দোষীদের চিহ্নিতকরণ করা সম্ভব হচ্ছে, ততক্ষণ কর্মবিরতি চলবে।

Related Articles