Sambad Samakal

RG Kar: বিচারের দাবিতে স্বাস্থ্যভবন অভিযানে চিকিৎসকরা, কী অভিযোগ নয়া প্রিন্সিপালের বিরুদ্ধে?

Aug 21, 2024 @ 12:29 pm
RG Kar: বিচারের দাবিতে স্বাস্থ্যভবন অভিযানে চিকিৎসকরা, কী অভিযোগ নয়া প্রিন্সিপালের বিরুদ্ধে?

আর জি কর কাণ্ডের বিচারের দাবিতে বুধবার দুপুরে সিবিআইয়ের দফতর সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্যভবন পর্যন্ত মিছিল করলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। এই প্রতিবাদ মিছিলে উপস্থিত রয়েছেন সিনিয়র চিকিৎসকরাও। আন্দোলনকারীদের দাবি, শান্তিপূর্ণভাবে স্বাস্থ্যভবনের কর্তাদের সঙ্গে দেখা করে ডেপুটেশন জমা দেওয়া হবে।

পাশাপাশি, আর জি কর হাসপাতালের নবনিযুক্ত প্রিন্সিপাল সুহৃতা পালের বিরুদ্ধেও সরব হয়েছেন পড়ুয়া চিকিৎসকরা। তাদের দাবি, আর জি কর এই মুহূর্তে অভিভাবকহীন। কারণ নতুন প্রিন্সিপাল আর জি করে না এসে স্বাস্থ্যভবন থেকে নিজের কাজ সামলাচ্ছেন। নতুন প্রিন্সিপালের এই আচরণের ক্ষুব্ধ পড়ুয়ারা

Related Articles