আরও বিপাকে আর জি কর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ! তাঁর বিরুদ্ধে ইডি তদন্তের দাবিতে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে! বুধবার আর জি করেরই প্রাক্তন উপাধ্যক্ষ আখতার আলি সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডি তদন্ত চেয়ে আবেদন জানালেন। জানা যাচ্ছে, ইতিমধ্যেই মামলা দায়েরের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট।
আখতার আলির অভিযোগ, সন্দীপ ঘোষ একাধিক আর্থিক দুর্নীতিতে জড়িত। আর জি কর হাসপাতালের ওষুধ, মেডিক্যাল সরঞ্জাম, মেডিক্যাল বর্জ্র সহ বিভিন্ন বিষয়ে বেনিয়ম হয়েছে বলে অভিযোগ। এখন দেখার কলকাতা হাইকোর্ট এই বিষয়ে ঠিক কী অবস্থান নেয়।