আর জি কর কাণ্ডের প্রতিবাদে বুধবার জোড়া কর্মসূচীতে সামিল হওয়ার কথা ছিল ‘মহারাজ’ সৌরভ গাঙ্গুলির। দুপুরে ময়দানে গোষ্ঠ পালের মূর্তির সামনে থেকে বিকেলে বেহালায় দু’টি কর্মসূচী ছিল তাঁর।
তবে জানা যাচ্ছে, নিরাপত্তা জনিত কারণে সৌরভকে জোড়া কর্মসূচীতেই নামতে বারণ করা হয় কলকাতা পুলিশের তরফে। যেহেতু এই মুহূর্তে আর জি কর কাণ্ডে পরিস্থিতি কিছুটা জটিল হয়ে রয়েছে, তাই এই নির্দেশ বলে খবর। ফলে আপাতত আর জি কর কাণ্ডে আর পথে নামা হল না সৌরভের।