Sambad Samakal

Abhishek: শুধু প্রতিশ্রুতি নয়, ৫০ দিনে শাস্তি চাই! আর জি কর প্রসঙ্গ টেনে কী বার্তা অভিষেকের?

Aug 22, 2024 @ 11:38 am
Abhishek: শুধু প্রতিশ্রুতি নয়, ৫০ দিনে শাস্তি চাই! আর জি কর প্রসঙ্গ টেনে কী বার্তা অভিষেকের?

শুধু প্রতিশ্রুতি নয়! ৫০ দিনে শাস্তি চাই! বৃহস্পতিবার আর জি কর কাণ্ডের প্রসঙ্গ টেনে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন অভিষেক লিখেছেন, “বিগত দশ দিনে দেশ যখন আর জি কর কাণ্ডের প্রতিবাদে সোচ্চার, তখন সারাদেশে আরও ৯০০ ধর্ষণের ঘটনা গিয়েছে। দুর্ভাগ্যজনক ভাবে আর জি করের ঘটনার প্রতিবাদে মানুষ যখন রাস্তায় ছিল, তখন আবার এই ধরনের ঘৃন্য অপরাধ সংগঠিত হয়েছে। দিনে ৯০টা, ঘণ্টায় ৪টে ও প্রতি পনেরো মিনিটে অন্তত ১টি করে ধর্ষণের ঘটনার অভিযোগ জমা পড়ে। তাই এই ধরনের অপরাধের বিরুদ্ধে ৫০ দিনের মধ্যে বিচার শেষ করে শাস্তি দেওয়ার কঠোর আইন চাই। শুধু ফাঁপা প্রতিশ্রুতিতে কাজ হবে না। কড়া ধর্ষ*ণ বিরোধী আইন লাগুর জন্য প্রতিটি রাজ্য সরকারের উচিত কেন্দ্রীয় সরকারের ওপরে চাপ সৃষ্টি করা। এর বাইরে যা হবে, তা নেহাতই প্রতীকী, যার কোনও কার্যকারিতা নেই।”

প্রসঙ্গত, গত ১৫ আগস্ট মধ্যরাতে আর জি কর হাসপাতালে দুষ্কৃতি তাণ্ডবের বিরুদ্ধে দোষীদের কঠোর শাস্তির দাবিতে মুখ খুলেছিলেন অভিষেক। এক সপ্তাহ পরে ফের আর জি কর কাণ্ডের প্রসঙ্গ টেনে অভিষেকের এই ধরনের মন্তব্য, রাজনৈতিক ভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

Related Articles