দেশজুড়ে ‘ফেল’-এ রেকর্ড পড়ুয়াদের! সম্প্রতি এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনল কেন্দ্রীয় সরকার। জানানো হয়েছে, ২০২৩ সালে ৫৯টি বোর্ডের দশম ও দ্বাদশ বোর্ড পরীক্ষার ফলের তথ্য প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে এক বছরে ‘ফেল’ করেছেন মোট ৬৫ লক্ষ পড়ুয়া।
২০২৩ সালে দশম শ্রেণিতে ফেল করেছেন মোট ৩৩.৫ লক্ষ পড়ুয়া। অন্যদিকে, দ্বাদশ শ্রেণিতে ফেল করেছেন ৩২.৪ লক্ষ পড়ুয়া। পরিসংখ্যান অনুযায়ী, সর্বভারতীয় বোর্ডগুলোতে দশম শ্রেণিতে ফেল করার হার ৬ শতাংশ। কিন্তু রাজ্য বোর্ডগুলোতে এই ফেলের হার প্রায় ১৬ শতাংশ। দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে এই হার সর্বভারতীয় স্তরে ১২ শতাংশ ও রাজ্য বোর্ডগুলোর ক্ষেত্রে ১৮ শতাংশ।