কাঁকুড়গাছির লোহাপট্টিতে পরপর ৫টি কারখানায় অগ্নিকাণ্ড! নেভাতে হিমশিম দমকল! জানা যাচ্ছে, গতরাতে দেড়টা নাগাদ প্রথমে একটি প্লাস্টিকের কারখানায় আগুন লাগে। এরপরে সেই আগুন আশেপাশের আরও ৫টি কারখানায় ছড়িয়ে পরে।
দমকলের অন্তত ২০টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালাচ্ছে। ঘিঞ্জি এলাকা হওয়ায় যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। এখনও আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। কিছু পকেট ফায়ার রয়ে গিয়েছে। এই ঘটনায় স্বভাবতই আতঙ্কিত এলাকার বাসিন্দারা।