আর জি কর কাণ্ডে পুলিশি অনুমতি ছাড়াই নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিজেপি সমর্থিত ছাত্ররা! এমনই অভিযোগে হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে মামলা দায়ের করল রাজ্য সরকার।
জানা যাচ্ছে, আগামী ২৭ আগস্ট নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। বিজেপি সমর্থিত ছাত্ররা এই অভিযানের ডাক দিয়েছে বলে খবর। যদিও এই কর্মসূচী সম্পর্কে পুলিশের কাছ থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি। তাই এই কর্মসূচী বাতিল করুক হাইকোর্ট, এমনই দাবি রাজ্য সরকারের। শুক্রবার এই মামলার শুনানি হতে পারে।