ধর্ষণ রুখতে কড়া আইন চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দেশজুড়ে ঘটে চলা নারী নির্যাতনের পরিসংখ্যান তুলে ধরে দ্রুত বিচারের দাবিও জানালেন।
বৃহস্পতিবার নবান্ন থেকে মোদিকে লেখা চিঠিতে মমতা দাবি করেছেন, দেশজুড়ে নারী নির্যাতনের ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। প্রতিদিন অন্তত ৯০টি নারী নির্যাতনের ঘটনা নথিভুক্ত হয় গোটা দেশজুড়ে। তাই পরিস্থিতি বদলাতে কেন্দ্রের তরফে কঠোর আইন আনা হোক। যে কোনও নারী নির্যাতনের ঘটনায় ফাস্ট ট্র্যাক আদালতের মাধ্যমে ১৫ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে দোষীর শাস্তি নিশ্চিত করতে হবে বলে দাবি তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী।