আরজি কর কাণ্ডে এবার গোপন জবানবন্দি নেওয়া হল হাসপাতালের রক্তিন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। বৃহস্পতিবার দুপুরে শিয়ালদা আদালতে গোপন জবানবন্দি দিলেন তিনি। সূত্রের খবর, তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তিনি কী জানেন, তা এদিন আদালতকে জানিয়েছেন প্রাক্তন অধ্যক্ষ। এছাড়া সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টের আবেদনও জানিয়েছে সিবিআই। তবে কবে তা হবে, সে বিষয়ে এখনও জানা যায়নি। পাশাপাশি, ঘটনার রাতে তরুণী চিকিৎসকের সঙ্গে রাতে তাঁর যে চার সহকর্মী খাওয়াদাওয়া করেছিলেন, তাঁদেরও ডেকে পাঠানো হয়েছে। এদিন আদালতে তাঁদেরও জবানবন্দি নেওয়া হয়। সিবিআই ওই চারজনেরও পলিগ্রাফ টেস্টের আবেদন জানিয়েছে। তা মঞ্জুর করেছে আদালত।
editor