বৃহস্পতিবার আর জি কর কাণ্ডে সুপ্রিমকোর্টে তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। আর সেই রিপোর্টের ভিত্তিতেি চলছে সওয়াল-জবাব। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সহ তিন বিচারপতির বেঞ্চের একাধিক প্রশ্নে বিদ্ধ রাজ্য ও পুলিশ।
এদিন সুপ্রিমকোর্ট প্রশ্ন তোলে, ধৃত সঞ্জয় রায়ের মেডিক্যাল রিপোর্ট কোথায়? কীভাবে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের হওয়ার আগেই ময়নাতদন্ত হল? সকালে ঘটনা ঘটলেও, কেন রাতে এফআইআর দায়ের করা হল? সিবিআইয়ের অভিযোগ, ঘটনার পাঁচ দিনের মাথায় তদন্তে গিয়েছে তারা। তার আগেই ঘটনাস্থলের চরিত্র সহ সবকিছুই বদলে ফেলা হয়েছিল। যদিও রাজ্যের তরফে এই অভিযোগ খারিজ করে বলা হয়েছে, টাইমলাইন ধরে সমস্ত কিছুর ভিডিও ফুটেজ রয়েছে। ফলে প্রমাণ লোপাটের কথা অসত্য।